ত্রিশালে কৃষককে অপহরণ, ভুয়া ডিবি পুলিশ আটক
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক কৃষককে অপহরণ করার অভিযোগে আজ বুধবার দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন রাসেল ও মোবারক হোসেন। তাঁরা রেলওয়ে বিভাগে অস্থায়ী আনছার সদস্য হিসেবে কর্মরত।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এনটিভি অনলাইনকে জানান, রাসেল ও মোবারক আজ বুধবার দুপুর ১২টায় ত্রিশালের সেনবাড়ীর কৃষক আলমকে সেনবাড়ী বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করেন। এরপর আলমকে হাতকড়া পরিয়ে ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহে আনেন। খবর পেয়ে শহরের ভৈরব লেভেলক্রসিংয়ে ডিবি পুলিশের এসআই মনিরুজ্জামান ও এসআই মফিজুল ইসলাম অটোরিকশা থামিয়ে আলমকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করেন।
ইমারত হোসেন জানান, অপহৃত আলমের সাথে একই গ্রামের কালু ও মতির জমি নিয়ে বিরোধ আছে। এই বিরোধে আলমকে অপহরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। অপহরণকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।