শিল্পপতি রাগীব আলীসহ পাঁচজনের বিরুদ্ধে পরোয়ানা

সরকারি কাগজ জাল করে সিলেটের একটি চা বাগান দখলের দুটি মামলায় সিলেটের শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সাথে তাঁর ছেলেমেয়ের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেন সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত।
আজ বুধবার জালিয়াতির দুটি মামলার শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু রাগীব আলীর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুনানির তারিখ পেছানোর জন্য সময়ের আবেদন তাঁর আইনজীবী। কিন্তু বিচারক সাইফুজ্জামান হিরু সময় আবেদন নামঞ্জুর করে রাগীব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
প্রতারণার এ দুই মামলায় রাগীব আলী ছাড়াও তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ, রাগীব আলীর ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদিরের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গত ১০ জুলাই আদালতে এই দুটি মামলার অভিযোগপত্র দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান।