নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাসহ বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আজ বুধবার চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা লোকমোর্চার উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবি: এনটিভি
‘জাতি স্তম্ভিত, এই বর্বরতা এখনই রুখতে হবে’ স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা লোকমোর্চার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাসহ বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে জেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন সভাপতিত্ব করেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওহাব মল্লিক, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহাজাহান মুকুল ও নুঝাত পারভীন বক্তব্য দেন।
মানববন্ধনে আলমগীর হোসেন বলেন, ‘টিএসসিতে নারীদের প্রতি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’