বিএনপির এজাহার নিল পুলিশ
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির এজাহার নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরের দিকে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টার সই করা এজাহারটি গ্রহণ করে তেজগাঁও থানা।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার বলেন, ‘প্রাথমিক তদন্ত শেষে এজাহার গ্রহণ করা হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। দুটি অভিযোগই তদন্ত করা হবে। এখানে ব্যক্তি বা দলকে প্রাধান্য দেওয়া হবে না। গণমাধ্যমের ফুটেজ আমাদের কাছে এসেছে। সেগুলোর মাধ্যমে তদন্ত করা হবে।’
উপকমিশনার আরো বলেন, খালেদা জিয়া যে কারওয়ানবাজারে নির্বাচনী প্রচারে আসবেন, পুলিশ তা আগে থেকে জানত না। ওখানে টহলে নিয়োজিত পুলিশরাই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিল।
গতকাল সোমবার বিকেলে কারওয়ানবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে গেলে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সকাল ১১টার দিকে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপেদষ্টা ফজলে এলাহি আকবর স্বাক্ষরিত একটি এজাহার নিয়ে দলের নেতারা তেজগাঁও থানায় যান। প্রথম দিকে মামলা নেয়নি পুলিশ।
মামলার কাগজপত্র তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই রমজান আলীর হাতে দেন খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এ সময় ব্যারিস্টার খোকনের সঙ্গে আইনজীবী সানাউল্লাহ মিয়া ছিলেন।
একই ঘটনায় আহত ঢাকার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জহিরুল হক গতকাল রাতেই মামলা করেছেন। এ মামলায় বিএনপিসহ বিভিন্ন সংগঠনের অজ্ঞাতপরিচয় নেতা-কর্মীদের আসামি করা হয়।