খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিক নিহত

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো এক শ্রমিক। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিমন (২৫) ওই এলাকারই বাসিন্দা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এনটিভি অনলাইনকে জানান, এলাকার মুজিবুর রহমানের নির্মাণাধীন বাড়ির জন্য ট্রাকে করে রড আনা হয়। সে রড দোতলায় ওঠানোর সময় বাইরে বিদ্যুৎ বিভাগের টানানো তারের সঙ্গে লেগে যায়।
এতে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়। আহত অপর শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি।