খুলনায় যুবলীগ নেতাসহ ২জন গুলিবিদ্ধ

খুলনা নগরীর নিউমার্কেটের সামনে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা শাওনসহ দুজন আহত হয়েছেন। মাদক ব্যবসার টাকা নিয়ে ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন নগরীর বেণীবাবু রোডের বাসিন্দা ১৫ ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শাওন ও পথচারী আবু সাঈদ (৫০)। শাওনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও সাঈদকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিউমার্কেটের সামনে খান এ সবুর সড়কে চার-পাঁচজন যুবক শাওনকে ঘিরে ফেলে। তারা শটগান দিয়ে গুলি করে। গুলি তাঁর হাতে লাগে। এ সময় একটি গুলি গিয়ে পথচারী আবু সাঈদের কাঁধে লাগে। কিছু সময় পর হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। পথচারীরা নিরাপদে আশ্রয় নিতে দিগ্বিদিক দৌড়াতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়।
এ ঘটনার কিছু সময় পর নগরীর পিটিআই মোড়ে চেয়ার ও বেঞ্চ বসিয়ে আড্ডা দেওয়া যুবকদের ধাওয়া করে পুলিশ। পরে কয়েকটি চেয়ার ও বেঞ্চ পুলিশ ভাঙচুর করে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শাওন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।