নববর্ষে নারীদের যৌন হেনস্তা, খুলনায় ছাত্রদলের বিক্ষোভ

পহেলা বৈশাখে তিনটি বিশ্ববিদ্যালয়ে নারীদের যৌন হেনস্তার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা জেলা ও মহানগর ছাত্রদল । আজ শনিবার দুপুর ১২টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি কামরান আহসানের সভাপতিত্বে কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে দুপুর ১২টায় প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, ফখরুল আলম, ছাত্রদলের মহানগর সাধারণ সম্পাদক কামাল হোসেন, আসাদুজ্জামান মুরাদ, সদ্য কারামুক্ত যুবদল নেতা শফিকুল আলম তুহিন প্রমুখ।
সমাবেশে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী হেনস্তার ঘটনা এই প্রথম নয়। ১৮৭৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে ছাত্রীরা লাঞ্ছিত হয়েছিল। তাদেরই উত্তরসূরিরা বাংলা নববর্ষের দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। এ সময় তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশ শেষে বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খান এ সবুর রোড ঘুরে নগরীর ফেরিঘাট হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারীরা লাঞ্ছিত হয়। জাবিতে পহেলা বৈশাখের রাতে নারীদের যৌন হেনস্তায় জড়িত সন্দেহে পাঁচ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। জাবিতে ছাত্রী লাঞ্ছনার সাথে জড়িত ব্যক্তিদের বিচারে ২০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। যৌন নিপীড়নে জড়িত সন্দেহেত জবি শাখা ছাত্রলীগও এক কর্মীকে বহিষ্কার করেছে।