টাঙ্গাইলে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় নয়নবালা (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের দেওহাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নয়নবালা দেওহাটা কচুয়াপাড়ার অমূল্য পালের স্ত্রী।
দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পারাপারের সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বালু ভর্তি ট্রাক বৃদ্ধা নয়নবালাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে।
ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সেখানে একটি গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
ঘটনার পর পরই নিহত নয়নবালার লাশ তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।