কৃষিকে জৈব সারনির্ভর করা হবে : শিল্পমন্ত্রী

দেশের কৃষি সেক্টরকে রাসায়নিক সারের পরিবর্তে জৈবসারনির্ভর করে তোলা হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘এতে রাসায়নিক সারের আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি জমির উর্বরতা বৃদ্ধি পাবে। পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।’
চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় আজ শুক্রবার বিকেল ৪টায় কেরুজ জৈবসার কারখানা উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার (বিএসএফআইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন প্রমুখ।
কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সাত কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে জৈবসার কারাখানা প্রতিষ্ঠা করা হয়েছে।
কারখানার কর্মকর্তারা জানান, কেরুসহ দেশের চিনিকলগুলোর বর্জ্যকে কাঁচামাল হিসেবে কাজে লাগিয়ে এই কারখানায় জৈবসার উৎপাদন করা হবে। এতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনাসহ সার খাতে সরকারের রাজস্ব সাশ্রয় হবে।