রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার একাংশের জলাবদ্ধতা নিরসনের দাবিতে আজ শুক্রবার এলাকাবাসী সড়ক অবরোধ করেন। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার একাংশের জলাবদ্ধতা নিরসনের দাবিতে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন করেন এলাকাবাসী।
তারাব সেতুর পাশে এই মানববন্ধনে ভুক্তভোগী নাগরিকরা অংশ নেন। এ সময় তাঁরা আধাঘণ্টা রাস্তা অবরোধ করে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ বন্ধ করে দেন।
বক্তারা বলেন, তারাব পৌরসভার হাটিপাড়া ও দক্ষিণপাড়ার কয়েক হাজার পরিবার বছরের পর বছর জলাবদ্ধতার শিকার। অল্প বৃষ্টিতেই পানি জমে সয়লাব। বাড়ি ঘরে পানি। পৌরসভাকে বারবার জানিয়েও জলাদ্ধতার নিরসনে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।