টেকনাফে প্রকৃতি পর্যটন কেন্দ্রের উদ্বোধন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলখালী গর্জনবাগান এলাকায় প্রকৃতি পর্যটন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী এ কেন্দ্রের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে টেকনাফ নেচার পার্ক মাঠে বন বিভাগের সহব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রধান বন সংরক্ষক মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, কক্সবাজারে আসা দেশি-বিদেশি পর্যটকদের শুধু ইট-পাথরের হোটেল আর সমুদ্রসৈকত দেখালে হবে না। কক্সবাজারের প্রাকৃতিক সম্পদ গর্জনবাগানও দেখাতে হবে। কক্সবাজারের ইকো ট্যুরিজমের বিকাশ ঘটাতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
ইউনুছ আলী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে সরকারি-বেসরকারি বিভিন্ন জনউদ্যোগ সৃষ্টি করে বিকল্প জীবিকায়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে দেশের বনজ সম্পদ ও প্রকৃতি রক্ষা করা সম্ভব।
সভায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি অতিথিরাও বক্তব্য দেন।