বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বরিশাল সদরের কাশিপুরে ট্রাক-মাহিন্দ্রের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আজ সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত চারজন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হতাহতরা সবাই মাহিন্দ্রের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের মধ্যে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মাহিন্দ্র চালক স্বপন দাস (৪৫) ও আমিরুন নেসা (৩৭) ও পারুল বেগম (৫০)। এর মধ্যে আমিরুন নেসার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুরে, স্বপন দাসের বাড়ি উত্তর রহমতপুরে ও পারুল বেগমের বাড়ি রহমতপুরে।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুজ্জামান জানান, সকালে মাহিন্দ্রটি (এক ধরনের মোটরচালিত যান) ১০ জন যাত্রী নিয়ে বাবুগঞ্জের রহমতপুর থেকে বরিশাল যাচ্ছিল এবং পণ্যবোঝাই ট্রাকটি বরিশাল থেকে সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মাহিন্দ্রটি দুমড়েমুচড়ে যায়।