পুঠিয়ায় অটোচালকের দুই পায়ের রগ কর্তন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাপ্পি সুমন (৩২) নামের এক চালকের দুই পায়ের রগ কেটে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বেলপুকুর বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ওই এলাকার একটি নর্দমা থেকে বাপ্পিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত অটোরিকশাচালক বাপ্পি নগরীর সাধুর মোড় এলাকার এনামুল হকের ছেলে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, রোববার রাত ১টার দিকে হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আউয়াল খবর পেয়ে আনসার সদস্য শাহীনের সহযোগিতায় বাপ্পিকে নর্দমা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাই করার পর দুর্বৃত্তরা বাপ্পির দুই পায়ের রগ কেটে নর্দমায় ফেলে দেয়।
হাসপাতালে বাপ্পির মা শুকরিমা বেগম জানান, রোববার দুপুরে বাপ্পি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। বাপ্পি হাসপাতালে ভর্তি হয়েছেন খবর শুনে আজ সোমবার সকালে তিনি হাসপাতালে ছুটে যান।
শুকরিমা বেগম জানান, মাত্র সাত বছর বয়সে বাপ্পির বাবা মারা গেছেন। তিনি মানুষের বাড়িতে কাজ করে ঋণ নিয়ে ছেলেকে অটোরিকশা কিনে দিয়েছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান সাইদ আহমেদ জানান, বাপ্পিকে হাসপাতালে ভর্তির পরপরই অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর দুই পায়ের রগ কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।