কামারুজ্জামানের ফাঁসি দেশের অভ্যন্তরীণ বিষয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির বিপক্ষে দেওয়া জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের বিবৃতির প্রতিবাদ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
গত রোববার বিকেলে রাজশাহীর পুঠিয়ায় ১২তম বাংলা লোকনাট্য উৎসব ও গ্রাম থিয়েটারের রাজশাহী বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ গ্রাম থিয়েটার পুঠিয়া শাখার আয়োজনে শুরু হওয়া এই উৎসব ও সম্মেলনে রাজশাহী ও রংপুরের বিভিন্ন থিয়েটারের কর্মীরা অংশ নিচ্ছেন। উৎসব শেষ হবে আগামী মঙ্গলবার।
শাহরিয়ার আলম বলেন, ‘দেশের আইন অনুযায়ীই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়েছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিগত ৪৪ বছর ধরে দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার করে আসছিলেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতেই দেশের আইন অনুযায়ী ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই ফাঁসি দেওয়া হয়েছে। এখানে অন্য কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই কারো।’
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।