দুই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে পুলিশের হাতে আটক জামায়াত নেতাকে ছিনতাই করার অভিযোগে জামায়াত ও শিবিরের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর থানার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বাদী হয়ে জামায়াত ও শিবিরের ২৮ জন নেতা-কর্মী ও সমর্থকের নামে মামলা দায়ের করেন। এদের সঙ্গে আরো ২০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করে পুলিশ।
গত শুক্রবার জয়পুরহাট সদর উপজেলার আমদই এলাকায় একাধিক নাশকতা মামলার আসামি শহর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলমকে আটক করেছিল গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক শাহ আলমকে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পুলিশ দাবি করে, এরা জামায়াত ও শিবিরকর্মী। দুর্বৃত্তদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, ওই ঘটনায় জামায়াত ও শিবিরের ২৮ জন নেতাকর্মী ও সমর্থকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে সদর থানায় এ মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি জয়পুরহাটের সদর উপজেলার আমদই ইউনিয়নের মিটনা গ্রামের মারুফ হাসান, নজরুল ইসলাম ও রিপন এবং বাঁশখুর গ্রামের আহসান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
গত শুক্রবার আসামি ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের হামলায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) মাহফুজুর রহমান, উপপরিদর্শক আবদুর রহিম, সেলিম হোসেন, সহকারী উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও পুলিশ লাইনের পুলিশ সদস্য জাফর হোসেন আহত হন।