দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চরপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি : এনটিভি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চরপাড়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। আজ রোববার ভোর ৪টার দিকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁরা সবাই বাসযাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানেই রাখা রয়েছে মরদেহগুলো।
গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এনটিভি অনলাইনকে জানান, সকালে চরপাড়া এলাকায় একটি আলুবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী মারা যান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে আরো দুজন মারা যান।