কক্সবাজারে মাদকবিরোধী র্যালি

মাদকবিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ শনিবার কক্সবাজার শহরে বিশাল র্যালি বের করা হয়। ছবি : এনটিভি
মাদকবিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ শনিবার কক্সবাজারে বিশাল র্যালির আয়োজন করা হয়। কক্সবাজার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই র্যালি কোর্ট বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ বজলুর রহমান, বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মুহাম্মদ খালেকুজ্জামানসহ কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
র্যালিতে কক্সবাজারের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।