বরিশালে খ্রিস্টান সম্প্রদায়ের মানববন্ধনে আইনজীবীদের হামলা

বরিশালে দেড় শ বছরের পুরোনো পুকুর ভরাট করে আদালত ভবন নির্মাণের প্রতিবাদে খ্রিস্টান সম্প্রদায়ের মানবব্ন্ধনে হামলার ঘটনা ঘটেছে। নগরের ফজলুল হক এভিনিউর সেন্ট পিটার্স চার্চের সামনে আজ শনিবার বেলা ১১টার দিকে আইনজীবীরা এ হামলা চালায় বলে সেন্ট পিটার্স চার্চ কর্তৃপক্ষ অভিযোগ করেছে। এ হামলায় ১০ জন আহত হয়েছেন।
চার্চের ফাদার শান্তি পল জানান, দেড় শ বছরের পুরোনো এই পুকুর তাঁদের গির্জার সম্পত্তি। এ নিয়ে আদালতে চলমান মামলা উপেক্ষা করে গত বৃহস্পতিবার রাত থেকে পুকুরটি ভরাট চলছে।বিষয়টি থানায় জানিয়েও কোনো লাভ হয়নি। এর প্রতিবাদে মানববন্ধন করতে গেলে কয়েকজন আইনজীবী তাঁদের ওপর হামলা চালায়। এতে শিশু, নারীসহ ১০ জন আহত হন। এ সময় তাঁদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয় এবং চার্চের ভেতর ঢুকে মাইক ভাঙচুর করে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী মুনিরুল হাসান জানান, সেন্ট পিটার্স চার্চ মামলায় হেরে যাওয়ার পর ১০ তলাবিশিষ্ট বিচারিক হাকিম ভবন নির্মাণের জন্য পুকুর ভরাট হচ্ছে। এখানে একটি স্বার্থান্বেষী মহল ভূমি দখলের জন্য বিরোধিতা করছে।
তবে মানববন্ধনে হামলা এবং সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়ার বিষয়ে মুনিরুল হাসান কোনো মন্তব্য করেননি।