ঝালকাঠিতে ডায়রিয়ায় একজনের মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক

ঝালকাঠির নলছিটি উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার বিকেলে হাছিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলার চার উপজেলায় দুই শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
হাছিনা নলছিটির মালিপুর এলাকার আবদুর রব হাওলাদারের মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একরামুল হক নামের এক বৃদ্ধ মারা গেছেন। একরামুল জেলার ইসলামপুরের বাসিন্দা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত দুদিনে জেলা সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় দুই শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক রোগী। গত দুদিনে ঝালকাঠি সদর হাসপাতালে ৩০ জন ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া রাজাপুর ও কাঁঠালিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুদিনে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই শিশু ও বয়স্ক ব্যক্তি।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আওসাফুল ইসলাম রাসেল এনটিভি অনলাইনকে বলেন, প্রচণ্ড গরমে ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ সময় তিনি সবাইকে বিশুদ্ধ পানি পানের পাশাপাশি বাসি খাবার না খাওয়ার পরামর্শ দেন।
এ দিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন আওসাফুল।
এ বিষয়ে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ আরেফিন বলেন, শরীরে দেওয়া ও খাবার স্যালাইন হাসপাতালে পর্যাপ্ত রয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অ্যাম্বুলেন্স ছাড়াও সরকারি কর্মকর্তাদের গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এ সময় সবাইকে নিরাপদ পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি।
ঝালকাঠি সিভিল সার্জন মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা চারটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সর্বক্ষণ সেবাদানের নির্দেশ দিয়েছি। যত রোগী চিকিৎসা নিতে আসছে, তাদের কাউকে যেন যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা না হয় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান তিনি।