ইয়েমেন থেকে দেশে ফিরল ১১, নিরাপদে ৩০৪

সংঘাতময় ইয়েমেন থেকে ১১ বাংলাদেশি শুক্রবার বিকেলে ঢাকায় ফিরেছেন। এডেন উপসাগরের তীরবর্তী দেশ জিবুতি হয়ে ওই বাংলাদেশিরা ঢাকায় ফিরেছেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সংঘাতপূর্ণ ইয়েমেন থেকে মোট ৩০৪ বাংলাদেশিকে সরিয়ে জিবুতিতে আনা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে বলা হয়, ইয়েমেন থেকে সরিয়ে নেওয়া বাংলাদেশিদের ২৭২ জনকে উদ্ধার করেছে ইন্ডিয়ান নেভাল শিপ (আইএনএস)। ২০ জনকে ইয়েমেনের রাজধানী সানা থেকে উদ্ধার করেছে এয়ার ইন্ডিয়া। বাকি বাংলাদেশিদের উদ্ধার করেছেন ওই এলাকায় বসবাসকারী বাংলাদেশিরাই।
১১ জন দেশে ফিরে আসার পর বাকি নাগরিকরা জিবুতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আছেন।
আট নারী, শিশুসহ ১১ বাংলাদেশি শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে করে জিবুতি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বিমানবন্দরে ওই ১১ জনকে স্বাগত জানান। এ সময়ে তাঁর সঙ্গে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জিবুতিতে ‘প্রত্যাবাসন নিয়ন্ত্রণকক্ষ’ স্থাপন করেছে, যার সরাসরি তত্ত্বাবধান করবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। কুয়েতের বাংলাদেশি দূতাবাসের নেতৃত্বে এর মাধ্যমে সরিয়ে আনার প্রক্রিয়া চলবে।
ইয়েমেন থেকে জিবুতিতে উদ্ধার হয়ে আসা বাংলাদেশিদের খুব দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমের সাহায্যে বাংলাদেশিদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।
শুক্রবার করা এক টুইট বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, আইএনএস সুমিতা ২৭২ বাংলাদেশিকে উদ্ধার করেছে। এদের মধ্যে পাঁচজন নারী ও শিশু ছিল।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানিয়েছিলেন, উদ্ধার পাওয়া বাংলাদেশিদের একটি অংশ শুক্রবারে আসতে পারে।
বাংলাদেশের একটি দল জিবুতি থেকে ইয়েমেনের শহর সানা ও এডেনে বাংলাদেশিদের ব্যাপারে খোঁজ নেওয়ার কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এডেনে বসবাসকারী বাংলাদেশিদের জাহাজে এবং সানায় বসবাসকারী বাংলাদেশিদের বিমানে করে জিবুতি আনা হবে, তার পর তাঁরা বিমানে ঢাকায় ফিরবেন।
ইয়েমেনে এক হাজার পাঁচশ থেকে তিন হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।