বড়পুকুরিয়া খনি : খালেদা জিয়ার লিভ টু আপিল

বড়পুকুরিয়া কয়লাখনি মামলা বাতিলে হাইকোর্টের খারিজ করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি (লিভ টু আপিল) চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার খালেদা জিয়ার পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন।
গত বছরের ১৭ সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনটি খারিজ করে দেন। গত ২৫ মে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ রায় প্রকাশ করে।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন জানান, বিএনপি চেয়ারপারসন এ রায়ের বিরুদ্ধে আজ লিভ টু আপিল দায়ের করেছেন।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিচারকাজ ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আমিনুল ইসলামের আদালতে চলছে। আগামী ১৭ জুলাই মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করা হয়। চীনের প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয় এ মামলায়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।