ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গাজীপুরের কাশিমপুর ইউনিয়নে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। ছবি : এনটিভি
গাজীপুরের কাশিমপুর ইউনিয়নে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আজ বুধবার গাজীপুরে ওই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
নার্সিং কলেজটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
মালয়েশিয়া কেপিজে হেলথ কেয়ারের প্রেসিডেন্ট হাজি আমির উদ্দিন আবদুল সাতার, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল নার্সিং কলেজকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।