পোশাক কিনে দেওয়ার নাম করে শিশু অপহরণ!

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে পোশাক কিনে দেওয়ার নাম করে দুই মাস ১৮ দিন বয়সের এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এ ঘটনা ঘটে।
ঘটনার তিন দিনেও শিশুটিকে উদ্ধার করা যায়নি।
সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেতে গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১১-এর ক্যাম্প ও জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ করেছেন অভিভাবকরা। আজ বুধবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
শিশুটির পরিবারের ভাষ্যমতে, গন্ধব্যপুর গ্রামের দিনমজুর ইব্রাহিম খলিলের স্ত্রী রহিমা বেগম কিছুদিন আগে জেলা সদর হাসপাতালে চিকিৎসা করাতে যান। সেখানে রুবি বেগম নামের মধ্যবয়সী এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখানে রুবি রহিমাকে বলেন, তাঁর বাড়ি সদর উপজেলার দালাল বাজারে। রহিমাকে রুবি ‘ধর্ম বোন’ বলে ডাকেন। এর পর তাঁদের মধ্যে মোবাইল ফোনে কথা হয়।
ঘনিষ্ঠতা বাড়লে রুবি গত রোববার বিকেল ৩টার দিকে রহিমার বাড়িতে বেড়াতে যান। সেদিন রাতে ওই বাড়িতে অবস্থান করেন রুবি। পরের দিন সোমবার বেলা ১১টার দিকে রহিমার বড় মেয়ে পলি আক্তার (১০) ও দুই মাস ১৮ দিন বয়সী মেয়ে মরিয়মকে নতুন জামা কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রুবি। মান্দারী বাজারের একটি দোকান থেকে পলিকে জামা পছন্দ করতে বলে ছোট শিশুটিকে নিয়ে পালিয়ে যান রুবি। পরে পলির কান্নাকাটি দেখে স্থানীয় লোকজন তাদের বাড়িতে ফোন করে ঘটনাটি জানায়। এ ঘটনার পর রুবির মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
অপহৃত শিশুর বাবা ইব্রাহিম খলিল জানান, ঘটনার পর তিনি গত সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ শিশুটিকে উদ্ধারও করতে পারেনি। রুবিকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শিশুটির মা রহিমা বেগম বলেন, ‘নতুন জামা কিনে দেওয়ার নাম করে রুবি তাঁর শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। রুবি বাড়ি দালাল বাজার বলেছে। বিস্তারিত কিছুই জানি না। সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। র্যাব ও পুলিশ জানিয়েছি।’
মঙ্গলবার বিকেল ৫টার দিকে অভিযুক্ত রুবি বেগমের ব্যবহৃত মোবাইল ফোনের নম্বর বন্ধ পাওয়া যায়।
র্যাব-১১ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও পুলিশের উপপরিদর্শক (এএসপি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগটি পেয়েছি। অভিযুক্ত নারীর মোবাইল ফোন কললিস্ট পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’