কর্মকর্তা লাঞ্ছিত, পাঁচ শ্রমিক লীগ নেতা বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের শীর্ষ কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগে শ্রমিক লীগের পাঁচ নেতাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক স্বাক্ষরিত এক পরিপত্রে বরখাস্তের বিষয়টি জানানো হয়।
বরখাস্ত হওয়া শ্রমিক নেতারা হলেন বিদ্যুৎকেন্দ্র শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মহরম আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক বিভাস বিশ্বাস ও সদস্য অমরেশ জোয়ার্দার।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম এনটিভি অনলাইনকে জানান, বিদ্যুৎকেন্দ্রের চাকরিবিধি অনুযায়ী তাঁদের বরখাস্ত করা হয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র শ্রমিক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান এনটিভি অনলাইনকে জানান, বরখাস্তের আদেশের বিরুদ্ধে পাঁচ শ্রমিক নেতা উচ্চ আদালতে আপিল করবেন। তাঁরা কারাগারে থাকায় তিনি বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় অবস্থান করছেন।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, গত বছরের ২২ নভেম্বর অফিস চলাকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে কয়েকজন শ্রমিক লীগ নেতা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসেন। আলোচনার একপর্যায়ে ব্যবস্থাপনা পরিচালককে প্রাণনাশের হুমকি এবং বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমারসহ শীর্ষস্থানীয় তিন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আলম বাদী হয়ে গত বছরের ২৪ নভেম্বর আশুগঞ্জ থানায় একটি মামলা করেন। গত ২৯ মার্চ মামলার তিন আসামি মোজাম্মেল হক, মহরম আলী ও বিভাস বিশ্বাস আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।
এর আগে ১৮ ডিসেম্বর পাঁচ শ্রমিক নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। শ্রমিক নেতারা এ বছরের ২৮ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশের জবাব দেন। এরপর ৩ মার্চ তাদের কেন সাময়িক বরখাস্ত করা হবে না এই মর্মে নোটিশ দেওয়া হয়। শ্রমিক নেতারা ১১ মার্চ এর জবাব দেন। আজ মঙ্গলবার তাঁদের স্থায়ীভাবে বরখাস্তের বিষয়টি জানায় কর্তৃপক্ষ।