কক্সবাজারে আগুনে পুড়ে গেছে ৩৫ ঘর

কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ৩৫টি বসতঘর। আজ মঙ্গলবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
আগুনে টাকা, স্বর্ণালংকার, পরনের কাপড়-চোপড় ও হাঁস-মুরগিসহ অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
পশ্চিম বাহারছড়া যুব উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে নূর মোহাম্মদের (৪৭) বাড়িতে দুই শিশু আগুন নিয়ে খেলা করছিল। এ সময় হঠাৎ কাপড়ে আগুন লেগে যায়। কাপড় থেকে আগুন লেগে যায় বাড়ির বেড়ায়। বাড়িটি পলিথিন আর বাঁশের তৈরি ছিল। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। তবে যে শিশুদের কাপড়ে আগুন লেগেছিল তা সঙ্গে সঙ্গে নেভানোর ফলে তাদের কোনো ক্ষতি হয়নি।
এদিকে খবর পেয়ে ১৬ ইসিবি সেনাবাহিনীর অগ্নিনির্বাপক একটি গাড়ি ঘটনাস্থলে আসে। পরক্ষণে বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়িও পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ততক্ষণে হাছিনা বেগম, নাছির উদ্দিন, মোহাম্মদ জিয়া, আবদুশ শুক্কুর, দিলু সওদাগর, বদি আলম, মোহাম্মদ শাহজাহান ও নূর মোহাম্মদের বসতবাড়িসহ ৩৫ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় যুব উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, সব মিলে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার বাসিন্দারা বেশির ভাগ দিনমজুর। ফলে সব হারিয়ে তারা মানবেতর দিন কাটাচ্ছে।