জাবিতে দুই বিভাগের পাল্টাপাল্টি অবস্থান চলছে
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবন বরাদ্দ নিয়ে পরিবেশ বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
গতকাল সোমবার রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উদ্ভূত অচলাবস্থা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয় এবং শিক্ষার্থীদের বিভাগে ফিরে যেতে বলা হয়।
কিন্তু পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা জানান, তাঁদের জন্য বরাদ্দ করা ভবন বুঝে না পাওয়া পর্যন্ত তাঁদের অবস্থান অব্যাহত থাকবে। পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ফখরুদ্দিন বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নিজ বিভাগে ফিরে যাওয়ার জন্য। অফিস আদেশ অনুযায়ী আমাদের বিভাগ এখন এই ভবনের (কম্পিউটার সায়েন্স ভবন) তৃতীয় তলায়।’
এদিকে, কম্পিউটার সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর শরীফ উদ্দিন বলেন, ‘সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় তলার অর্ধেকাংশ আমরা পাব। আমরা শুরু থেকেই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা গায়ের জোরে দখল করতে চাইছে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আবুল হোসেন সাংবাদিকদের বলেন, সমস্যা সমাধানের জন্য আজ জরুরি সিন্ডিকেট বৈঠক আহ্বান করা হয়েছে। সিন্ডিকেট বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, রোববার রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ভবনের তৃতীয় তলার বরাদ্দ নিশ্চিত করা হয়। প্রশাসনের জারি করা অফিস আদেশ নিয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা আসবাব নিয়ে উঠতে গেলে ওই ভবনের কম্পিউটার সায়েন্স এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাধা দেন।
তাঁরা ওই ভবনের দুটি ফটকের দখল নিয়ে অবস্থান নেন। পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও ভবনের বাইরে অবস্থান নেন।