ধর্মমন্ত্রী বললেন
হজকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না

সচিবালয়ে কথা বলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ছবি : এনটিভি
হজকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ধর্মমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘বঞ্চিত হাজি—এটা কোনো শব্দ নয়। সে জন্য এখন তাঁদের অকারণে হুমকি দিয়ে, আশ্বাস দিয়ে আমার বিরুদ্ধে কিছু করাতে পারবে না।’
ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত বলে কেউ হজে বিশৃঙ্খলা করতে চাইলে তাঁদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান ধর্মমন্ত্রী।