বিশ্ববিদ্যালয়ের গাছ কেটে নিল এলাকাবাসী

কালবৈশাখীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে উপড়ে পড়া নগর বনায়ন প্রকল্পের দুই শতাধিক গাছ এলাকাবাসী কেটে নিয়ে গেছে। শনিবার রাতের কালবৈশাখীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনেক গাছ উপড়ে পড়ে। এর পরই স্থানীয়রা দলবেঁধে ক্যাম্পাসে ঢুকে এসব গাছ কেটে নিয়ে যায় বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
বনায়ন প্রকল্পের দায়িত্বরত প্রহরী শফিকুল, রমজান, লালচাঁদ ও আক্কাস এনটিভি অনলাইনকে জানান, ঝড় শেষ হওয়ার পরপরই শতাধিক মানুষ দলবেঁধে ক্যাম্পাসে ঢুকে পড়ে। তাদের সঙ্গে গাছ কাটার ধারালো অস্ত্র ছিল। তারা বনায়ন প্রকল্পের ভেতরের আকাশমণি ও মেহগনিগাছ বেছে বেছে কাটতে শুরু করে।
প্রহরীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে ধারালো অস্ত্র থাকায় কোনো লাভ হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্পের সেকশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন। তিনি এনটিভি অনলাইনকে জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হলে রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের তাড়িয়ে দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকা থেকে তিন গাড়ি (গরুর গাড়ি) গাছের কাণ্ড ও ডালপালা উদ্ধার করা হয়। এসব গাছের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা বলে দাবি করেন সাজ্জাদ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এনটিভি অনলাইনকে বলেন, ‘স্থানীয় লোকজন বিশ্ববিদ্যালয়ের অন্তত দুইশ গাছ লুটপাট করে নিয়ে গেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কিছু গাছ উদ্ধার করেছি।’
গাছ লুটপাটের ঘটনায় খুব শিগগির থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে। প্রয়োজনে মামলাও হতে পারে। পাশাপাশি কৃষি প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে বলে জানান উপ-উপাচার্য।
বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্প কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী বন সম্প্রসারণ বিভাগের অধীনে ‘নগর বনায়ন প্রকল্প’র অংশ হিসেবে ১৯৯৯-২০০০ সালে ক্যাম্পাসের পূর্ব দিকে সুইপার কলোনিসংলগ্ন এলাকায় প্রায় ১০ হাজার গাছ লাগানোর মধ্য দিয়ে প্রকল্পটি শুরু হয়। এখন ৫০ বিঘা এলাকাজুড়ে গাছের সংখ্যা প্রায় ৯৭ হাজারে পৌঁছেছে।
বিশ্ববিদ্যালয়ের এ প্রকল্প সামাজিক বনায়নে দুবার জাতীয় পুরস্কার পেয়েছে বলে জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।