সিফাত হত্যা মামলায় স্বামী পাঁচদিনের রিমান্ডে

রাজশাহীর মহিষবাথান এলাকার গৃহবধূ ওয়াহিদা সিফাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাঁর স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মিজানুর রহমান শুনানি শেষে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার এসআই শরিফুল ইসলাম গ্রেফতার পিসলীকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানান।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সিফাত হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে এ মামলায় অভিযুক্ত শ্বশুর-শাশুড়িকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁদের গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সিফাতের করুণ মৃত্যু : আমরা রাজশাহী যেতে চাই’ নামে এরই মধ্যে ক্যাম্পেইন শুরু করেছেন সিফাতের সহপাঠী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন তাঁরা।
আগামীকাল সোমবার সকাল ৯টায় রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সিফাতের সহপাঠীরা।এরপর সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ পদযাত্রা ও সমাবেশ। বেলা ১১টায় রাজপাড়া থানায় ওসি ও মামলার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ। দুপুর ১২টায় পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেবেন তাঁরা।
এ ছাড়া একই দিন বিকেলে সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করবেন সিফাতের সহপাঠীরা।
গত ২৯ মার্চ রাতে রাজশাহী নগরীর প্রভাবশালী আইনজীবী মোহাম্মদ আলী রমজানের ‘সুখনীড়’ নামের বাড়িতে তাঁর ছেলের স্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। প্রথমে এ ঘটনাকে আত্মহত্যা বলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে প্রচার করা হলেও গত বৃহস্পতিবার মামলা দায়েরের পর নানা তথ্য বেরিয়ে আসে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ ওরফে প্রিসলীকে।
ঘটনার চারদিন পর বৃহস্পতিবার সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ ওরফে প্রিসলী, তাঁর শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ আলী রমজান ও শ্বাশুড়ি নাজমুন নাহার নাজনীনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরপরই সিফাতের শ্বশুর ও শাশুড়ি আত্মগোপন করেছেন।