রাবিতে থানা স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মতিহার থানা স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টুকিটাকিতে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিব অয়নের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফারুক ইমন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি প্রমুখ।
সমাবেশে ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফারুক ইমন বলেন, বিশ্ববিদ্যালয়ে থানা স্থাপনের সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে থানা স্থাপন অনৈতিক। প্রশাসনের এই অনৈতিক সিদ্ধান্তকে শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি বলেন, ক্যাম্পাসে থানা স্থাপন করা হলে শিক্ষার্থীরা আরো বেশি করে পুলিশি হয়রানির শিকার হবেন।
এ সময় সমাবেশ থেকে অবরোধ-হরতালের কারণে তিন মাস ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা পুনরায় চালু করার দাবিও জানানো হয়।
গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৫৮তম সভায় মতিহার থানা ভবন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের প্রসঙ্গ উত্থাপিত হয়। মহানগর পুলিশের একটি লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হয়। এটি উত্থাপনের পরই দুজন সিন্ডিকেট সদস্য এর বিরোধিতা করেন। সভা শেষে তাঁরা উত্থাপিত পরিকল্পনাটি পুনর্বিবেচনার জন্য একটি আবেদনপত্রও দেন।