যশোরে সেপটিক ট্যাঙ্কিতে ২ ভাইয়ের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলার বারান্দী গ্রামে শৌচাগারের সেপটিক ট্যাঙ্কিতে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক নারী। আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন রমজান মোল্যা (৪৫) ও তাঁর চাচাতো ভাই হাসান মোল্যা (৪২)। অসুস্থ হন এই ঘটনায় মৃত রমজান মোল্যার স্ত্রী রোজিনা খাতুন (৩৪)।
নিহত রমজান আলীর ভাই ফজর আলী জানান, বিকেলে রমজান আলী তাঁর ছেলেকে খুঁজতে বেরিয়েছিলেন। তিনি সেপটিক ট্যাংকের ওপর পা দিলে ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তাঁর স্ত্রী রোজিনা খাতুন ট্যাংকে নেমে স্বামীকে ওঠাতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। স্বামী স্ত্রীকে ওপরে উঠতে না দেখে রমজান আলীর চাচাতো ভাই হাসান আলী ট্যাংকের ভেতরে নামেন।
এদিকে ট্যাংকে নামা তিনজনের কাউকে উঠে আসতে না দেখে গ্রামবাসী এগিয়ে এসে সম্মিলিতভাবে ট্যাংক ভেঙে তাদের তিনজনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে রমজান আলীকে মৃত এবং হাসান আলী ও রোজিনা খাতুনকে মারাত্মক অসুস্থ অবস্থায় পাওয়া যায়। অসুস্থদের তখনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় হাসান আলীর মৃত্যু হয়। চিকিৎসাধীন রোজিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।