পরিবেশ দূষণের দায়ে এক কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের এক কারখানাকে ১০ লাখ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে এনফোর্সমেন্ট উইংয়ে মেসার্স মণ্ডল নিট ওয়্যারস কারখানার মালিককে তলব করে এক শুনানি শেষে এই জরিমানা ধার্য করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান এই শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে তরল বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) নির্মাণ ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া কারখানা পরিচালনা এবং কারখানা সম্প্রসারণ ও ডাস্ট দিয়ে বায়ু দূষণের মাধ্যমে জনজীবন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ওই কারখানাকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করেন। এ সময় কারখানাকে ক্ষতিপূরণ আরোপের পাশাপাশি অতিসত্ত্বর ইটিপি নির্মাণের নির্দেশ দেওয়া হয়।