কুষ্টিয়ায় ইজিবাইক-চালক হত্যার অভিযোগে আটক ৩

কুষ্টিয়ায় সুজন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে সদর উপজেলার বৃত্তিপাড়া বাজারে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
আজ মঙ্গলবার র্যাব-১২ (সিপিসি-১) কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গত ২৮ মার্চ জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামে এক লিচু বাগানে ইজিবাইক-চালক সুজনকে গলাকেটে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই আনসার আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। হত্যায় জড়িত থাকার অভিযোগে শরিফুল (২৫), রাকিবুল ইসলাম আসাদ (২৭) ও রাজু মোল্লা-(২০) নামের তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, গোলা-বারুদ এবং সুজন হত্যার সময় ছিনতাইকৃত ইজি বাইকটি উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন মোসাদ্দেক ইবনে মুজিব।