সিলেটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সিলেট নগরীর টিলাগড়ে আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন । এ ঘটনায় তাদের শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা অজিত রায় (৫৫) ও তাঁর স্ত্রী গোটাটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস (৪০)। তাদের বাসা মেজরটিলা নিপবন আবাসিক এলাকায়।
সিলেট মহানগর পুলিশের সহকারী উপকমিশনার (এডিসি-সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, সকাল পৌনে ৯টার দিকে একটি প্রাইভেট কার রং সাইড থেকে এসে নগরীর টিলাগড় ঈদগাহর পাশে অজিত রায়দের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় তাঁরা তাঁদের প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এতে ঘটনাস্থলেই অজিত রায় এবং হাসপাতালে নেওয়ার পর স্ত্রীর সুমিতা দাসের মৃত্যু হয়। এ ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে।