সব দলের কার্যালয় খুলে দেওয়ার দাবি ২০ দলের

‘নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিত করতে’ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ জোটভুক্ত সব দলের কার্যালয় অবিলম্বে খুলে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি দাবি জানিয়েছে ২০-দলীয় জোট। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ‘একপেশে আচরণের’ বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও মনে করে জোটটি। আজ বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য রাজধানীর দুটিসহ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থী বাছাইয়ে পক্ষপাতদুষ্টের অভিযোগ আনা হয়েছে। তা ছাড়া নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রেও তাদের পক্ষপাতমূলক আচরণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।’
বর্তমান সরকারের সমালোচনা করে ২০-দলীয় জোটের বিবৃতিতে বলা হয়, ‘৫ জানুয়ারির নির্বাচনী নাটক সাজিয়ে জোর করে ক্ষমতারোহণের পর থেকে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এতটাই নাজুক ও বেহাল অবস্থায় নিপতিত করেছে যে, দেশে এখন একদিকে অপশাসন এবং অন্যদিকে সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠানকে অকার্যকর করার মাধ্যমে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন প্রবর্তন করা হয়েছে।’
‘দেশের এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির প্রতীক্ষায় স্বাধীনতাকামী জনগণ ২০-দলীয় জোটের উদ্যোগে সর্বাত্মক আন্দোলনে শামিল হয়েছে এবং কাঙ্ক্ষিত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত রাখতে দৃঢ়সংকল্পবদ্ধ।’ বিবৃতিতে বলেন বরকত উল্লাহ বুলু।