জার্মান অর্থায়নে খুলনা নগরীতে সড়ক নির্মাণ

জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের (কেএফডব্লিউ) অর্থায়নে খুলনা সিটি করপোরেশন এলাকায় একটি নতুন সড়ক নির্মাণ করা হয়েছে।
আজ সোমবার সকালে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির উদ্বোধন করেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস এবং কেএফডব্লিউর ব্যবস্থাপনা কমিটির সদস্য রোল্যান্ড।
উদ্বোধনের পর পরই সড়কটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সড়কটি নির্মিত হওয়ায় খুলনার বড় বাজারে মালামাল পরিবহন ও যাতায়াতের ক্ষেত্রে নতুন অধ্যায় সূচনা হবে।
পাশাপাশি স্টেশন রোড়সংলগ্ন সড়কে যানজটের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র।
সড়কটির উদ্বোধন উপলক্ষে নগরীর জোড়াগেট-বড়বাজার সংযোগ সড়কে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকটির বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর ডেভিড কুঞ্জে, রোজিনা স্কনিডার, সেক্টর স্পেশালিস্ট (ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনার্জি) সাদ্রা সোয়ারেস দ্যা সিলভা, খুলনা সিটি করপোরেশনের নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পর পরিচালক মো. আসহান হাবিব, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামাপ্রসাদ অধিকারী।