সুমন হত্যা মামলায় একজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

চাঞ্চল্যকর জিয়াউল হাসান সুমন হত্যা মামলায় একজনের ফাঁসি এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জয়পুরহাটের একটি আদালত।
আজ সোমবার বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আব্দুল মজিদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আনোয়ার হোসেন জয়পুরহাট পৌর এলাকার পাটারপাড়া মহল্লার বাসিন্দা। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আনোয়ার হোসেনের সহোদর ভাই মনোয়ার হোসেন এবং একই মহল্লার বাসিন্দা মোহাম্মদ স্বপন ও মিঠু হোসেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জয়পুরহাট জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল এবং আসামিপক্ষে ছিলেন এ ই এম খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান ও অ্যাডভোকেট হেনা কবির। তাঁরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, টাকা-পয়সা লেনদেন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৩ জুন দুপুর ১২টা ১০ মিনিটে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মোড়ে আসামিরা জিয়াউল হাসান সুমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা আকতার বাদী হয়ে ওই দিন জয়পুরহাট সদর থানায় চারজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এ রায়ের প্রতিক্রিয়ায় নিহত জিয়াউল হাসান সুমনের স্ত্রী মেরিনা আক্তার বলেন, ‘প্রকাশ্য দিনের বেলায় আমার স্বামীকে আসামিরা সম্মিলিতভাবে হত্যা করেছে। আদালতের রায়ে সেটা প্রমাণ হয়েছে।
আমি অবিলম্বে রায় কার্যকর দেখতে চাই।’