নারী সাংবাদিককে শ্লীলতাহানি : বখাটের কারাদণ্ড

নারী সাংবাদিককে শ্লীলতাহানি করার দায়ে এক বখাটে যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৫-এর বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায়ে বিচারক তিন বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত মাহবুব হাসান রুমী রাজধানীর উত্তর মুগদাপাড়ার বাসিন্দা।
মামলার এজাহার হতে জানা যায়, বাচ্চাদের স্কুলে আনা-নেওয়ার সময় ভুক্তভোগী নারী সাংবাদিককে প্রায়ই উত্ত্যক্ত করত আসামি রুমী ও তার বখাটে বন্ধুরা।
২০১৩ সালের ২ জুন বখাটেরা ওই সাংবাদিকের পথরোধ করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকলে তিনি এর প্রতিবাদ করেন। একপর্যায়ে বখাটেরা তাঁর গায়ে হাত তোলে এবং মারধর শুরু করে।
এ সময় সাংবাদিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা সটকে পড়ে। যাওয়ার সময় তারা বলে যায়, ঘটনা পুলিশকে জানালে জীবন শেষ করে ফেলব।
এ ঘটনায় একই বছরের ৮ জুন রুমী ও তাঁর সহযোগী রবুর বিরুদ্ধে মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী সাংবাদিক। পরে ২০১৩ সালের ৩১ আগস্ট রুমীর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন মুগদা থানার এসআই (উপপরিদর্শক) মোকলেসুর রহমান।
রায়ের আগে বিচারক চারজনের সাক্ষ্য গ্রহণ করেন।
আসামির পক্ষে মামলা করেন আইনজীবী মহিবুর রহমান আপেল ও রাষ্ট্রপক্ষে ছিলেন আলী আজগর স্বপন।