নওগাঁয় প্রিসাইডিং কর্মকর্তার পরিবারকে প্রাণনাশের হুমকি

নওগাঁ সদরের বলিহার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও তিলকপুর উলিপুর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা তানজিমুল হক গত ২ জুন নির্বাচনী সভা শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তানজিমুল হকের স্ত্রী উম্মে কুলসুম মুগ্ধা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উম্মে কুলসুম মুগ্ধা অভিযোগ করে বলেন, ‘গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাহফুজুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী মান্দার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে তানজিমুল হককে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা তাঁর মোটরসাইকেলে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। পরে গুরুতর আহত অবস্থায় তানজিমুলকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।’
ভুক্তভোগীর স্ত্রী সংবাদ সম্মেলনে আরো বলেন, ‘এ ঘটনায় গত শুক্রবার মাহফুজুর রহমান উজ্জ্বলকে প্রধান আসামি করে ১০ জনের নামে মান্দা থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু গত রোববার সাত আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পায়। জামিন পাওয়ার পর থেকেই তারা মামলা তুলে নিতে চাপ, এমনকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ পরিস্থিতিতে আমি হাসপাতালে চিকিৎসাধীন স্বামী ও সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন উম্মে কুলসুম মুগ্ধা। সংবাদ সম্মেলনে তানজিমুল হকের মেয়ে তায়াসসারা হক তিয়মা, ছোট ভাইয়ের স্ত্রী নাজনীন নাহার নিনা উপস্থিত ছিলেন।