জমা দিতে না পারা ১৩ জনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিতে গত ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দিতে না পারা ১৩ জনের মনোনয়নপত্র আজ বৃহস্পতিবার গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১৩ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আখন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
মনোনয়নপত্র জমাদানের জন্য আজ হাইকোর্টে পৃথক দুটি রিট করেন ২৯ মার্চ বাদপড়া ১৩ কাউন্সিলর পদপ্রার্থী। তাঁদের পক্ষে শুনানিতে অংশ নেন মনজিল মোরশেদ এবং সাইদুর রহমান।
আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আবেদনকারীরা ২৯ মার্চ মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সারিতে আরো মানুষ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন এদের মনোনয়নপত্র জমা না নিয়ে কাজ বন্ধ করে দেন। এ কারণে রিট দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ আদালত নির্বাচন কমিশনকে এ নির্দেশ দিয়েছেন।’
আবেদনকারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন মাহমুদা বেগম, শাহনাজ হাবীব, নার্গিস বেগম, মাহবুব ফয়েজ, মাহফুজা রীনা, মল্লিকা জামান প্রমুখ।
গত ২৯ মার্চ ঢাকার দুই সিটি করপোরেশনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বিকেল ৫টার মধ্যেও মনোনয়নপত্র জমা দিতে না পারায় আবেদনকারীরা হাইকোর্টে রিট করেন।