সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিনের স্ত্রী
‘বাংলাদেশের কোনো নাগরিকের নিরাপত্তা নেই’

হাসিনা আহমেদ। ফাইল ছবি
নিখোঁজের ২৪ দিন পার হলেও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের কোনো হদিস না পাওয়ায় পরিবারের সবাই উদ্বিগ্ন। তাঁর মতো একজন রাজনীতিক যদি এভাবে গুম হয়ে যান, তাহলে বাংলাদেশের কোনো নাগরিকের নিরাপত্তা নেই।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। এ সময় সালাহ উদ্দিনকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আবারো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।
গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।