কক্সবাজারে হাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে নিহত বিজিবির ল্যান্সনায়েক হাবিবুর রহমানের মরদেহ ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। ছবি : এনটিভি
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু নদীসংলগ্ন পাহাড়ে বন্যহাতির আক্রমণে বিজিবির ১৭ ব্যাটালিয়নের সদস্য ল্যান্সনায়েক হাবিবুর রহমান নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান জানান, মালয়েশিয়ায় মানব পাচারের খবর পেয়ে বিজিবির সদস্যরা রেজু নদীসংলগ্ন পাহাড়ে অভিযানে যান। এ সময় একদল বন্যহাতি আক্রমণ চালালে ল্যান্সনায়েক হাবিবুর রহমান নিহত হন। রাতেই হাবিবুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার বিজিবি ক্যাম্প মাঠে জানাজা হয়। পরে হাবিবুরের মরদেহ গ্রামের বাড়ি ঝালকাঠির পূর্ব চাঁদকাঠি এলাকায় পাঠানো হয়।