জাতিসংঘে বক্তব্য রাখবেন সায়মা ওয়াজেদ

বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান ও শিশু মনোবিজ্ঞান বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন বিশ্ব অটিজম দিবসে আগামীকাল জাতিসংঘে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেবেন। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে আজ বুধবার এ খবর জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
কাতারে বাংলাদেশর স্থায়ী মিশন এবং অটিজম গবেষণা প্রতিষ্ঠান ‘অটিজম স্পিকস’-এর যৌথ উদ্যোগে জাতিসংঘে আয়োজিত বিকেলে ‘বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান, সহযোগিতা ও উত্তর’ শীর্ষক মূল প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দেবেন তিনি। সায়মা ওয়াজেদ ছাড়াও আলোচনায়ও অংশ নেবেন জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুনটেক, অটিজম স্পিকসের প্রতিষ্ঠাতা সুজান রাইট ও বব রাইট।
জাতিসংঘের আয়োজনে আগামীকাল দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। উভয় আলোচনাতেই জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে। উভয় আলোচনা অনুষ্ঠানই জাতিসংঘের ইউএন ওয়েভ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
দিনব্যাপী এ অনুষ্ঠানের সকালের অংশে আলোচনার বিষয় হচ্ছে, ‘কর্মসংস্থান, অটিজম সুবিধা’। জাতিসংঘের মহাসচিব বান কী-মুন এবং কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা গালাচ উদ্বোধনী সেশনে বক্তব্য দেবেন। এ সেশনে অটিজম আক্রান্ত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সহায়তার উপায় নিয়ে আলোচনা হবে।
এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে দ্রুত অটিজম শনাক্তকরণ এবং এর প্রতি সামাজিক সচেতনতা ও এটিকে অনুধাবন করার লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়কে কর্মকৌশল গ্রহণ ও বাস্তবায়নে উদ্বুদ্ধ করা।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন এবং কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ আল-থানী বিকেলের অনুষ্ঠান সঞ্চালনা করবেন।
অটিজম নিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে জাতিসংঘ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।