ঢাবি ছাত্রীর ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ওপর তাঁর সেনা কর্মকর্তা স্বামী যৌতুকের দাবিতে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ছাত্রীর ওপর নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সেনা কর্মকর্তা কীভাবে যৌতুকের দাবিতে তাঁর স্ত্রীকে নির্যাতন করতে পারেন। নির্যাতনের মাধ্যমে তিনি সেনাবাহিনীকে কলঙ্কিত করেছেন। তাঁরা এর সুষ্ঠু বিচার এবং ওই সেনা কর্মকর্তার অপসারণ চান।
মানববন্ধনে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক আলী আক্কাস, অধ্যাপক রায়হান উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে নির্যাতিত ওই ছাত্রীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।