কুতুবদিয়ায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার আজ বুধবার দুপুরে এ রায় দেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলীপ কুমার ধর জানান, ২০১১ সালের ১৯ মে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের করইচ্যা ঘোনার বাসিন্দা মোহাম্মদ শওকত (৩৫) যৌতুক না পেয়ে তাঁর স্ত্রী ডেইজি আকতারকে (২৫) জবাই করে হত্যা করে। হত্যার পর পাশের লবণমাঠে গর্ত খুঁড়ে লাশ পুঁতে রাখে দুর্বৃত্তরা। পরের দিন স্থানীয় মৎস্যজীবীরা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়ে। পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে (এসটি মামলা নং-৫৮৭/২০১১)। এরপর স্থানীয় লোকজন শওকতকে আটক করে পুলিশে সোপর্দ করে। শওকত যৌতুকের জন্য স্ত্রীকে খুনের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেন। পরে পুলিশ ঘটনা তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে রায় ঘোষণা করেন।