সালাহ উদ্দিনকে ফেরত পেতে পেকুয়ায় মানববন্ধন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে আজ বুধবার তাঁর জন্মস্থান কক্সবাজারের পেকুয়ায় বিশাল মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে তাঁর জন্মস্থান কক্সবাজারের পেকুয়ায় এক কিলোমিটার দীর্ঘ এলাকায় মানববন্ধন করেছে সর্বস্তরের লোকজন।
আজ বুধবার সকালে পেকুয়া উপজেলার এবিসি মহাসড়ক ও চৌমুহনী স্টেশনে এই মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেফায়াত আজিজ রাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন প্রমুখ।