রাজশাহীতে আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধের দাবি

আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাহালে ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি)। আজ মঙ্গলবার দুপুরে আদিবাসী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন সময়ে উচ্ছেদের শিকার আদিবাসী পরিবারের সদস্যরাও অংশ নেন।
এমএলডিসির আঞ্চলিক সভাপতি সিস্টি বারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আদিবাসী নেতা যাকারিয়াস ডুমরি, মাহালে স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি উজ্জ্বল ডুমরি, এমএলডিসির সাধারণ সম্পাদক মাইকেল মারডি, মানবাধিকারকর্মী মারেস্তিল্লা মারডি, উন্নয়নকর্মী দীপিকা মারডি প্রমুখ।
মানববন্ধন থেকে ভূমিদস্যুদের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তি, পাঁচন্দর গ্রামের উচ্ছেদকৃত পরিবারগুলোকে নিজ নামে জমি বন্দোবস্ত দেওয়া, ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ আদিবাসীদের বিরুদ্ধে সব ধরনের নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়।