পরীক্ষার প্রশ্ন বাড়িতে রাখায় স্কুলশিক্ষকের কারাদণ্ড

মাধ্যমিকের (এসএসসি) শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র বাড়িতে রাখার অভিযোগে রাজশাহীতে মাহবুবুর রহমান সেন্টু নামের এক স্কুলশিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি নগরীর কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত শিক্ষককে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মহানগর ডিবি পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রানীদীঘি এলাকায় শিক্ষক মাহবুবুর রহমানের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্রসহ তাঁকে আটক করা হয়।