আইসিসির সমালোচনায় প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ত্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি মুস্তফা কামালকে অংশগ্রহণ করতে না দেওয়ায় সংগঠনটির কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ঘটনাটি দুঃখজনক ও বিতর্কিত।’
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্বকাপ বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল সংগঠনটির প্রেসিডেন্টেরই।
সভায় উপস্থিত কয়েকজনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সভার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইসিসি সভাপতি এ এইচ এম মুস্তফা কামালকে না রাখার কথা তোলেন। প্রধানমন্ত্রী বলেন, এটি আইসিসির নিজস্ব আইনেরই লঙ্ঘন। এটি ‘সভ্য জগতে অগ্রহণযোগ্য’ ও ‘দুঃখজনক’।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আইসিসি সভাপতিই বিশ্বকাপজয়ী দলকে বিশ্বকাপ ট্রফি তুলে দেন—এই রেওয়াজ ১৯৯৯ সালের বিশ্বকাপ থেকে চলে আসছিল। আর বিশ্ব ক্রিকেটে এই রীতিই গ্রহণযোগ্য।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্তে নিজের অসন্তুষ্টির কথা বলেন ক্রিকেটের ভক্ত প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই পর্যায়ের আম্পায়ারিং নিয়ে যে কেউই মন্তব্য করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিষয় নিয়ে কামালের (আইসিসি সভাপতি) মন্তব্যে কোনো দোষ দেখি না। কিন্তু, আইসিসি যেভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করল, বিশেষ করে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুস্তফা কামালকে আংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য।
আগামীকাল বুধবার আইসিসির সভাপতি মুস্তফা কামাল অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন। ওই দিন দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তিনি সংবাদ সম্মেলন করবেন।
এর আগে গত রোববার বিশ্বকাপ বিজয়ী অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন মাইকেল ক্লার্কের হাতে বিশ্বকাপ ট্রফি শ্রীনিবাসনকে তুলে দেওয়ার সুযোগ দেয় আইসিসি। এই পুরস্কার দেওয়ার কথা ছিল আইসিসি সভাপতি মুস্তফা কামালের। আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী এর প্রেসিডেন্ট বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেনের হাতে বিশ্বকাপ তুলে দেন। বাংলাদেশ-ভারত কোয়োর্টার ফাইনাল ম্যাচ শেষে মুস্তফা কামালের বিরূপ মন্তব্যের কারণেই তাঁকে পুরস্কার দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল গত বছর আইসিসির সভাপতি নির্বাচিত হন। তাঁর মেয়াদের আর তিন মাস বাকি আছে।