পাঁচবিবি সীমান্ত থেকে লক্ষাধিক নিষিদ্ধ বড়ি জব্দ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত থেকে আমদানি-নিষিদ্ধ এক লাখ ১৪ হাজার ভারতীয় যৌন উত্তেজনক বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ সোমবার সকালে এসব জব্দ করা হয়।
জয়পুরহাট-৩ বিজিবির সহকারী পরিচালক আবু সাইদ মৃধা জানান, গতকাল রোববার আনুমানিক রাত ৯টার দিকে পাঁচ চোরা কারবারি তিনটি বস্তায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও যৌন উত্তেজক বড়ি নিয়ে পাঁচবিবি উপজেলার আটপাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে। ওই সময় বিজিবির একটি টহল দল তাদের দেখে ফেললে চোরাচালানিরা স্লুইসগেট এলাকায় বস্তাগুলো ফেলে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। এসব বস্তার ভেতর থেকে এক কোটি ৩৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের এক লাখ ১৪ হাজার ভারতীয় যৌন উত্তেজক বড়ি, ৭৫টি শাড়ি, ৮০টি শার্ট, চার হাজার ৮৪০টি চকলেট এবং ৯০টি স্টিলের প্লেট জব্দ করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিজিবির পাঁচবিবির আটাপাড়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় চোরাচালানিদের কাউকে ধাওয়া করে আটক করা সম্ভব হয়নি। সংঘবদ্ধ মাদক চোরাচালানিরা ওই ভারতীয় বিয়ার ও যৌন উত্তেজক ট্যাবলেটগুলো চোরাই পথে বাংলাদেশে পাচার করছিল বলে জানান সুবেদার রফিকুল।
এদিকে প্রায় একই সময়ে আলাদা অভিযানে একই উপজেলার কয়া সীমান্ত থেকে পাঁচ বোতল ভারতীয় বিয়ারসহ রহিতুল ইসলাম (৪৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ সকালে রহিতুল ইসলামকে পাঁচবিবি থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মাদক পাচার মামলা করা হয়েছে।